জার্মানির মসজিদে বোমা হামলার আতঙ্ক

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১৩:২০

জার্মানির বেশ কিছু মসজিদে বোমা আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্কের কারণে কমপক্ষে তিনটি মসজিদ খালি করে দেওয়া হয়েছে। 

১১ জুলাই (বৃহস্পতিবার) ই-মেইলের মাধ্যমে জার্মানির বেশ কিছু মসজিদে বোমা হামলার হুমকি দেয়া হয়। এরপরেই বিভিন্ন মসজিদে নিরাপত্তা জন্য তল্লাশি চালায় পুলিশ।

জানা যায়, দক্ষিণ জার্মানির বেভারিয়াতে দু’টি মসজিদ খালি করে দেয়া হয়েছে। একটি ডানপন্থি সংগঠন নামাজরত মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেয়। তারা তাদের সদস্যদের জেল থেকে ছেড়ে দেয়ারও দাবি জানায়।

এদিকে রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের উত্তরাঞ্চলের ইসারলোন শহরের একটি মসজিদেও হুমকির ই-মেইল পাঠানো হয়।

মসজিদের ভেতরে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালানোর পর সেগুলো খালি করে দিয়েছে পুলিশ। জার্মানির কলোনি সিটিতে অবস্থিত সবচেয়ে বড় মসজিদেও একই ধরনের ই-মেইল পাঠিয়ে বোমা হামলা চালানোর হুমকি দেয়া হয়। কিন্তু সেখানেও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

গত বছর মুসলিমদের প্রতি ঘৃণামূলক ৮১৩টি অপরাধের রেকর্ড পেয়েছে জার্মানির পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত