ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ড্যারকের পদত্যাগ

প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১১:২৪

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ  রাষ্ট্রদূত কিম ড্যারক পদত্যাগ করেছেন। ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সমালোচনা করা ইমেইল ফাঁসের জের ধরেই তিনি নিজের পথ থেকে সরে দাঁড়িয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর কিম ড্যারেকের এ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৭ জুলাই (রবিবার) কিম ড্যারকের বেশ কিছু গোপন ইমেইল ফাঁস হয়। এসব ইমেইলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কড়া সমালোচনা করে হোয়াইট হাউসকে ‘অদ্ভূত ও নিষ্ক্রিয়’ বলে মন্তব্য করেন ড্যারক। তিনি আরো বলেন, ট্রাম্প একজন অযোগ্য ব্যক্তি।

ব্রিটিশ রাষ্ট্রদূতের এমন মূল্যায়নের জবাবে ট্রাম্প তাকে দাম্ভিক, বোকা ও খুবই নির্বোধ হিসেবে আখ্যায়িত করেছেন।

এদিকে কিম ড্যারকের সঙ্গে হোয়াইট হাউজ আর সম্পর্ক রাখবে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

কিম বলেন, আমি এই জল্পনা-কল্পনার অবসান ঘটাতে চাই। কাজেই আমি যেভাবে দায়িত্ব চালিয়ে আসছিলাম, বর্তমান পরিস্থিতি সেটাকে অসম্ভব করে তুলেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে অকর্মা ও মারাত্মক অকার্যকর বলে আখ্যায়িত করেছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ড্যারক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত