আকস্মিক বন্যায় হোয়াইট হাউজে পানি

প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১২:৩৫

সাহস ডেস্ক

প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি। পানিতে আটকা পড়েছেন অনেক বাসিন্দা। এমনকি হোয়াইট হাউজেসের ব্রিফিং কক্ষের বেসমেন্টেও ঢুকে পড়েছে বন্যার পানি।

৮ জুলাই (সোমবার) সেখানে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয় ৭৬ মিলিমিটার। সবাইকে উঁচু জাযগায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

ওয়াশিংটন ডিসির উত্তর-পশ্চিমে ভার্জিনিয়ার আরলিংটনে বৃষ্টি হয়েছে পাঁচ ইঞ্চি। এদিকে জাদুঘর ও সংগ্রহশালায়ও পানি ঢুকে গেছে। ফলে সেগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। রাজধানীর সড়কগুলো পানিতে ডুবে যাওয়ায় বহু গাড়ি আটকে পড়েছে। ইতোমধ্যেই সেগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা রাবারের লাইফবোট ব্যবহার করেছেন। পানি ঢুকে পড়েছে আন্ডারগ্রাউন্ড রেল লাইনেও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার রেকর্ড করা বৃষ্টির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে ভয়াবহ বন্যার পরিাস্থতি সৃষ্টি হবে বলে সর্তক করেছে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত