এরদোগানের রাজনীতিতে নতুন প্রতিপক্ষ আসছে

প্রকাশ : ০৯ জুলাই ২০১৯, ১৯:২৩

মতানৈক্যে না পৌঁছানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পার্টি একেপি থেকে সরে যাচ্ছেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী আলি বাবাকান।

সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য দেন আলি বাবাকান। তুরস্কের একটা নতুন লক্ষ্যের দিকে যাওয়া উচিৎ উল্লেখ করে তিনি একেপি পার্টি থেকে নিজেকে সরিয়ে আনার কথা প্রকাশ করেন। তিনি বলেন, "একেপি'র সদস্য হিসেবে থাকাটা আর সম্ভব হচ্ছে না।" 

জানা যায়, নতুন এই পার্টিতে বাবাকেনের সাথে থাকবেন সাবেক রাষ্ট্রপতি আবদুল্লাহ গুল। নতুন এই পার্টির ঘোষণা আসার কথা রয়েছে এই বছরেই। বাবাকান আশা প্রকাশ করেছেন, এই পার্টি প্রতিষ্ঠা হবে তুরস্কের জনগণের বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে। 

সম্প্রতি, ইস্তাম্বুলে মেয়র নির্বাচনে একেপি পার্টির ভরাডুবিও এই নতুন দলটাকে আশা জাগিয়েছে।

বাবাকান বলেন, "বর্তমান প্রেক্ষাপটে, ভবিষ্যতের জন্য আরোও নতুন কিছু চিন্তা করতে হবে তুরস্কের জন্য। প্রত্যেকটা সেক্টরে সঠিক পরিকল্পনার খুব প্রয়োজন।।"

আলি বাবাকান উপ-প্রধানমন্ত্রি হওয়ার আগে তুরস্কের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে আবদুল্লাহ গুল ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের প্রেসিডেন্ট ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত