ইরানকে থামাতে হোয়াইট হাউজে বৈঠক

প্রকাশ : ০৯ জুলাই ২০১৯, ১৬:২৩

ইরানের পরমানু সমৃদ্ধিকরণের হুমকি নিয়ে আলোচনায় বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মারকন।

সোমবার (৮ জুলাই) অনুষ্ঠিত হওয়া এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। 

হোয়াইট হাউজের মুখপাত্র স্টেফানি গ্রিশাম এক বিবৃতিতে জানিয়েছেন, "ইরান যাতে কোনোভাবেই পারমানবিক অস্ত্রে স্বয়ংসম্পূর্ণ হতে না পারে এবং সেই সাথে কিভাবে মধ্যপ্রাচ্য ইস্যুতে ইরানের উদ্ধত আচরণ থামানো যায়, এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে।"

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরান কর্তৃক ইউরেনিয়াম সমৃদ্ধির ঘোষণা নিয়ে টানাপোড়েন চলছে। এতে যুক্তরাষ্ট্র ইরানের উপর নানা ধরণের অবরোধ আরোপ করা জারি রেখেছে। আর যুক্তরাষ্ট্র এতে তার মিত্র রাষ্ট্রগুলোকে তার পাশেই পাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত