কর্নাটক কংগ্রেসের ২১ মন্ত্রীর পদত্যাগ

প্রকাশ | ০৮ জুলাই ২০১৯, ১৬:১০ | আপডেট: ০৮ জুলাই ২০১৯, ১৬:১৬

বিক্ষুব্ধ বিধায়কদের মন্ত্রীসভায় জায়গা করে দিতে কংগ্রেসের ২১ মন্ত্রী পদত্যাগ করেছেন। পদত্যাগ করা কংগ্রেসের মন্ত্রীদের মধ্যে উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বরও রয়েছেন।

৮ জুলাই (সোমরাব) সকালে কংগ্রেসের সব মন্ত্রীরা পদত্যাগ করেন।

উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর বলেন, বিক্ষুব্ধ বিধায়কদের মন্ত্রীসভায় জায়গা দিতে দল যদি তাদের পদত্যাগ করতে বলে তাহরে সবাই পদত্যাগ করবেন।

গত ৬ জুলাই (শনিবার) কংগ্রেস ও জেডিএস’র মোট ১৩ জন বিধায়ক পদত্যাগ করে ছিলেন। এদিন সকালেই পদত্যাগ করেন রাজ্যেরই এক মন্ত্রী তথা নির্দল বিধায়ক নাগেশ।

একের পর এক বিধায়কের পদত্যাগ করায় খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে টেনে তুলার চেষ্টা করেছন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। জেডিএস ও কংগ্রেসের শীর্ষ নেতাদের নিয়ে একপ্রস্থ বৈঠক করেন তিনি।

বিক্ষুব্ধ বিধায়কদের দলে ফিরিয়ে আনার জন্য একটা ব্লু-প্রিন্ট তৈরি হয় ওই বৈঠকে। এরপর জোটের নেতাদের সঙ্গে আবারো একপ্রস্থ বৈঠক করেন কুমারস্বামী। কিন্তু সেই বৈঠকে কোনও সন্তোষজনক ফল বার হয়নি।

রাজ্যে এমন রাজনৈতিক অস্থিরতার জন্য বিজেপিকেই বার বার দায়ী করেছে কংগ্রেস-জেডিএস।

এদিকে বিক্ষুব্ধ বিধায়করা তাদের সিদ্ধান্ত বদলাবেন বলে আশা করেছেন জোট সরকারের শীর্ষ নেতৃত্বরা।