গ্রিসে ক্ষমতায় এলো ডানপন্থীরা

প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১৪:৩৬

গ্রিসের জাতীয় নির্বাচনে ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন সিরিজা পার্টির। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে ডান পন্থার দল নিউ ডেমোক্রেসি পার্টি।

জানা গিয়েছে, এই ফলাফলে ক্ষমতায় আসা দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন পার্টির নেতা কাইরিয়াকোস মিতসোটাকিস।

নিজ পার্টির জয় নিশ্চিত হওয়ার পর গ্রিসের রাজধানী এথেন্সে কাইরিয়াকোস মিতসোটাকিস বলেছেন, আমাদের দেশ আবারও মাথা তুলে দাঁড়িয়েছে। এ জয় শুধু গ্রিসের জন্য নয়, পুরো ইউরোপের জন্যও গুরুত্বপূর্ণ।

ভোটের ফলাফলে জানা গিয়েছে, মোট ভোটের প্রায় ৪০ শতাংশ পেয়েছে নিউ ডেমোক্রেসি পার্টি। সংসদে দলটি পেয়েছে মোট ১৫৮ আসন। আর সিরিজা পার্টি পেয়েছে ৮৬ আসন। ৩০০ আসনের সংসদে বিরোধী দলের মর্যাদা পাবে সিরিজা পার্টি।

সিরিজা পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস পরাজয় মেনে নিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত