সমালোচনার মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট

প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১৪:১১

ফেসবুক লাইভে শিশুশ্রমের পক্ষে মত দেওয়ায় তোপের মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। বিশ্বের নানা প্রান্ত থেকে এই মন্তব্যের কড়া সমালোচনার চলছে। তারপরও নিজের অবস্থানে অনড় রয়েছেন জেয়ার।

গত সপ্তহে ফেসবুক লাইভে জেয়ার বলেন, আট বছর বয়স থেকে আমি কাজ করছি। তাই আজ এখানে পৌঁছেছি। যখন কোনো ৮-৯ বছরের শিশু কাজ করে, তখন লোকে শিশুশ্রম বলে তার নিন্দা করে। কিন্তু সেই শিশুই যদি কোকা পেস্ট (এক ধরনের মাদক) খায়, তা হলে কেউ কিছু বলে না।

তিনি আরো বলেন, বয়স যাই হোক না কেন, কাজ মানুষকে সম্মান এনে দেয়।

শিশুশ্রম নিয়ে জেয়ারের মন্তব্য স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি ব্রাজিলের বামপন্থী দল এবং মানবাধিকার সংগঠনগুলো।

এদিকে আইন অনুযায়ী, ব্রাজিলে ১৬ বছরের নিচে কোনো  শিশু কাজ করতে পারে না। তবে ১৪ বছর বয়সেই শিক্ষানবিশী করার অনুমতি রয়েছে তাদের।

তবে অনেকেরই আশঙ্কা করছে, প্রেসিডেন্টের এমন মন্তব্যের ফলে বহুজাতিক সংস্থাগুলো কম খরচে অবাধে শিশুশ্রমিক নিয়োগ করবে সে দেশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত