মাটির নিচে বিশাল বোমা, আতঙ্কে জার্মানি

প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১৩:২২

জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে মাটির নিচে ৫০০ কেজি ওজনের এক বিশাল বোমাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে যায় দেশটিতে।

ফ্র্যাঙ্কফুর্ট শহরের চিড়িয়াখানার কাছে নির্মাণ কাজ চলার সময় মাটির নিচে পুঁতে রাখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের এই বোমার সন্ধান পেলে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা যায়, বোমার দুইটি ডিটোনেটরের মধ্যে একটি মাটিচাপা থাকায় মাটি খুঁড়ে ওই অংশ উপরে তুলে আনতে গিয়ে সমস্যা দেখা দেয়। ফলে ঝুকি নিতে চায়নি পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনীরা। এরপর চিড়িয়াখানা সংলগ্ন ওই এলাকার ১৬,৫০০ জনকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় পুলিশ।

বোমাতঙ্কের জেরে বেশ কিছু রুটে বাস, ট্রাম মেট্রোরেল চলাচল স্থগিত রাখা হয়। পাশাপাশি বোমাতঙ্কের জেরে ফ্র্যাঙ্কফুর্ট শহরকে এড়িয়ে চলে বেশিরভাগ বিমান।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয় ফ্র্যাঙ্কফুর্ট চিড়িয়াখানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত