ভারতে বাস খাদে পড়ে নিহত ২৯

প্রকাশ | ০৮ জুলাই ২০১৯, ১২:২০ | আপডেট: ০৮ জুলাই ২০১৯, ১২:৩৫

ভারতে একটি যাত্রীবাহী বাস ১৫ ফুট নিচে খাদে পড়ে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১৭ জন।

৮ জুলাই (সোমবার) লখনৌ থেকে দিল্লি যাওয়ার পথে আগ্রার কাছে ছয় লেন বিশিষ্ট যমুনা এক্সপ্রেসওয়েতে ওই স্লিপার কোচটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ চলছে। স্লিপারের বাস হওয়ায় হতাহতের সংখ্যা বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বাস দুর্ঘটনায় নিহতের প্রতি শোক জানানোর পাশাপাশি আহতদের চিকিৎসার সব রকম সহায়তার ঘোষণা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উত্তর প্রদেশ সড়ক পরিবহন দপ্তর থেকে নিহতদের পরিবার প্রতি ৫ লাখ রুপি করে আর্থিক ক্ষতি পূরণের ঘোষণা দিয়েছে।