আফগানিস্তানে আবারও হামলা; নিহত ১৪

প্রকাশ | ০৭ জুলাই ২০১৯, ১৮:১২

আফগানিস্তানের কেন্দ্রে সরকারি নিরাপত্তা বেষ্টনি থাকা একটি কমপাউন্ডে তালিবানদের হামলায় ৮ নিরাপত্তারক্ষীসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৪০ জন।

এসময় তালিবান জঙ্গীরা ঐ সরকারি কার্যালয়ে গাড়ি বোমার বিস্ফোরণও ঘটায়। জানা যায়, ভবনটি থেকে জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের কাজ পরিচালনা করা হত।

তালিবানের মুখপাত্র যাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে বলেছে, অন্তত ১২ জন সরকারি কর্মকর্তাকে হত্যা ও জখম করা হয়েছে।

কর্মব্যস্ত এই জায়গায় হামলার ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৪০ জন। যার মধ্যে রয়েছে ২৭ জন শিশু। 

ঘাজনি রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান বলেছেন, "শক্তিশালী এই বিস্ফোরনে এখন পর্যন্ত সর্বশেষ রিপোর্ট আমরা হাতে পাইনি। আশঙ্কা করছি হতাহতের সংখ্যা আরোও বাড়তে পারে।"

উল্লেখ্য, আজই কাতারে এক সভায় আফগান ডেলিগেটসদের সাথে আলোচনা করার কথা রয়েছে তালিবানের কিছু নেতার সঙ্গে।