ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার বাড়াবে ইরান

প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১৫:৫৬

ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হার আরোও বাড়িয়ে দেবে বলে জানিয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই রবিবার (৭ জুলাই) এই ঘোষণা দিল দেশটি।

তবে ইরানের একটি দাপ্তরিক সুত্র জানিয়েছে, রবিবারেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধি করা হবে। তবে কত শতাংশে এই হার বাড়বে তা জানা যায়নি। 

ইরান সরকারের মুখপাত্র আলি রাবিয়েল বলেছেন, সমৃদ্ধকরণের হার ততটুকুই হবে যতটুকু ইরানের দরকার হবে।

জানা যায়, পরমাণু চুক্তির অধীনে সমৃদ্ধির জন্য ক্যাপ ৩.৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। 

তবে এর মাধ্যমে আলোচনার জন্য কূটনৈতিক দরজা বন্ধ হবে না বলে আশা প্রকাশ করেছেন ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত