কারণ ছাড়াই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরখাস্ত

প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১২:৪৭

২০১৬ সাল থেকেই তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুরাত চেতিনকায়া। হঠাৎ কোনো কারণ না দেখিয়ে তাকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

উচ্চ সুদহার নিয়ে সরকরের সাথে কয়েক মাসে উত্তেজনার পর ৬ জুলাই (শনিবার) প্রেসিডেন্টের এক অধ্যাদেশের মাধ্যমে তাকে সরিয়ে দেয়া হয়েছে।

অর্থনৈতিক মন্দা, উচ্চ মুদ্রাস্ফীতি ও দেশটির মুদ্রা লিরার অস্থিরতা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরকারের মত ভিন্নতা চলছিল।

মুরাত চেতিনকায়াকে বরখাস্ত করার পর ডেপুটি গর্ভনর মুরাট উয়াসালকে তার স্থলভিষিক্ত করা হয়েছে। তবে তাকে কেনো সরিয়ে দেয়া হয়েছে তার কারণ সরকারের পক্ষ থেকে বর্ণনা করা হয়নি।

এরদোয়ান বলেন, উচ্চ সুদহার তুরস্ককে ক্ষতিগ্রস্ত করছে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার প্রতি আমার সম্মতি আছে। কিন্তু সুদের হারের নীতির বিরোধীতা করছি আমি।

গত বছর তুরস্কের মুদ্রার মান পরে যায়। ফলে দাম বেড়ে যায় নিত্যপণ্যের। একইসঙ্গে ঋণশোধ করাটা কঠিন হয়ে যায়।

ফলে দেশটিতে অর্থনৈতিক সংকট তৈরি হয়। সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রানীতি নিয়ে সরকারের মধ্যে বিরোধ চলছিলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত