ইরানের ৪ কূটনীতিবিদের মুক্তির দাবি

প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৬:২৪

৩৭ বছর আগে লেবানন থেকে অপহৃত ইরানি চার কূটনীতিবিদ এখনো ইসরাইলের কারাগারে। এই কূটনীতিবিদের মুক্তির আহ্বান জানিয়েছে তেহরান।

৫ জুলাই (শুক্রবার) ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় অপহরণের ৩৭তম বার্ষিক উপলক্ষে এ আহ্বান জানান।

অপহৃত কূটনীতিবিদরা হলেন আহমাদ মোতেওয়াসেলিয়ান, সাইয়্যেদ মোহসেন মুসাভি, তাকি রাস্তেগার মোকাদ্দাম এবং কাজেম আখাওয়ান।

১৯৮২ সালে উত্তরাঞ্চলীয় লেবাননে এ চার কূটনীতিবিদকে অপহরণ করা হয়েছিল। ইসরাইলের তাবেদার বাহিনী তাদেরকে অপহরণ করছিলো। অপহরণের পর কূটনীতিবিদের ইসরাইলের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তারা ইসরাইলি কারাগারে আটক রয়েছেন।

অপহরনের মতো সন্ত্রাসী ঘটনার জন্য ইহুদিবাদী ইসরাইল ও তাদের মদদ দাতাকে আইনগত ও রাজনৈতিক ভাবে দায়ী করছে ইরান।

আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্বের মানবাধিকারের কথিত ধ্বজাধারী কূটনীতিবিদের মুক্তি করতে ব্যর্থ হওয়ায় কঠোর নিন্দা করেছে ইরান।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কূটনীতিবিদের ভাগ্যে কি ঘটেছে তা জানার ক্ষেত্রে সহায়তা দানের জন্য লেবাননের সরকারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত