নিরাপত্তার স্বার্থে হিজাব নিষিদ্ধ তিউনিসিয়ায়

প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৩:৪৬

তিউনিসিয়ায় নিরাপত্তার স্বার্থে পাবলিক প্রতিষ্ঠানগুলোতে হিজাব বা মুখ ঢেকে রাখার পর্দা নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ চাহেদ।

দেশটিতে এক ‘ওয়ান্টেড জঙ্গি’র আত্মঘাতী হামলার প্রেক্ষিতে এই আইন জারি করা হয়।

ইউসুফ চাহেন বলেন, সরকারি, প্রশাসনিক ভবন বা প্রতিষ্ঠানে শুধু চোখ বের করে মুখের বাকি অংশ ঢেকে রাখা এমন কোনো পোশাক পড়ে প্রবেশ করতে পারবে না। এই সিদ্ধান্ত কর্মী ও দর্শনার্থী সবার জন্য প্রযোজ্য।

গত ২৭ জুন দেশটির রাজধানী শহরে জোড়া আত্মঘাতী বোমা হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওআ হামলাকারী নেকাব পরা বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

তবে এই নিষেধাজ্ঞা যেন সাময়িক হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার কর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত