চীনকে ছাড় দিবে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ০৫ জুলাই ২০১৯, ১২:৫৫

সাহস ডেস্ক

ইরানের ওপর মার্কিন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার কারণে বর্তমানে কোনো দেশই স্বাভাবিকভাবে তেল আমদানি করতে পারছে না। তবে এই বিষয়ে চীনকে ছাড় দেয়ার কথা চিন্তা করেছে যুক্তরাষ্ট্র।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে চীনকে তেল আমদানির বিষয়ে যেভাবে ছাড় দেয়া হয়েছিল সেভাবে ট্রাম্প প্রশাসনও বিষয়টি বিবেচনা করেছে।

তবে এই ছাড় পেলে স্বাভাবিক প্রক্রিয়াতেই ইরান থেকে তেল কিনতে পারবে চীন।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা বলেন, ইরান থেকে যে দেশ তেল আমদানি করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের তিনজন কর্মকর্তা জানিয়েছেন, ইরান বিষয়ক মার্কিন দূত ব্রায়ান হুক ও তার আলোচক দল ইরান থেকে চীনকে তেল কেনার বিষয়ে ছাড় দেয়ার কথা আন্তরিকভাবে বিবেচনা করছে।

তেল শোধনাগার ও শিল্প প্রতিষ্ঠানের জন্য ইরানি তেলের প্রচুর চাহিদা রয়েছে। সে কারণে ইরান থেকে তেল আমদানি করা চীনসহ অনেক দেশের জন্যই অপরিহার্য। এসব দেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওপরও চাপ রয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত