তিউনিসিয়া নৌকাডুবি, প্রাণহানির আশঙ্কা

প্রকাশ : ০৫ জুলাই ২০১৯, ১১:২৮

সাহস ডেস্ক

লিবিয়া থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় ৮০ জনের মতো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

৪ জুলাই (বৃহস্পতিবার) নৌকাটি জারযিজ শহরের কাছে ডুবে যায়।

বিবিসি জানিয়েছে, অভিবাসন-প্রত্যাশীদের নৌকাটি লিবিয়ার জুয়ারা থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রা শুরুর ঘণ্টা তিনেক পর নৌকাটিতে পানি উঠতে থাকে। এর কিছুক্ষণ পরই নৌকাটি ডুবে যায়।

এ নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করেছে জেলেরা। তাদের একজন হাসপাতালে নেয়ার পর মারা গেছেন।

গত মে মাসে একই উপকূলে অপর এক নৌকাডুবির ঘটনায় ৬৫ জনের মৃত্যু হয়েছিল। যাদের মধ্যে ৩৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।

আফ্রিকার হাজার হাজার অভিবাসন-প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করে। তাই হতাহতদের অধিকাংশই আফ্রিকান নাগরিক হয়ে থাকেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত