লিবিয়ায় বিমান হামলা, নিহত ৪০

প্রকাশ | ০৩ জুলাই ২০১৯, ১২:২২

অনলাইন ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি অভিবাসী আটক কেন্দ্রস্থলে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৮০ জন।

৩ জুলাই (বুধবার) গভীর রাতে ত্রিপোলির তাজৌরা জেলায় এ হামলার ঘটনা ঘটে।

ত্রিপোলির স্বাস্থ্য বিভাগ জানায়, তাজৌরা এলাকার এই আটককেন্দ্রে দেড় শতাধিক অভিবাসী ছিল। হামলায় নিহতদের বেশিরভাগই আফ্রিকার নাগরিক। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে।

এ হামলার জন্য সাবেক জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) দায়ী করেছে লিবিয়ার জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐকমত্যের সরকার (জিএনএ)।

বিমান হামলাটি যেখানে হয়েছে, সেই তাজৌরা এলাকায় জিএনএর অনুগত বাহিনীগুলোর সঙ্গে এলএনএর লড়াই চলছে।

এখানে হাজার হাজার ইউরোপে গমন প্রত্যাশীকে আটক করে এ ধরনের অভিবাসী আটককেন্দ্রগুলোতে রাখা হয়েছে। ত্রিপোলি কেন্দ্র করে লিবিয়ার প্রতিদ্বন্দ্বী দুই বাহিনীর লড়াই সম্প্রতি এসব আটককেন্দ্রের এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে।

২০১১ সালে দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে হত্যার পর থেকে লিবিয়ায় সহিংসতা বিরাজ করছে এবং দেশটি সরকার ও প্রতিদ্বন্দ্বী বাহিনীগুলোর মধ্যে প্রায়ই সংঘর্ষ হচ্ছে।

সাহস২৪.কম/ইতু