এনআরসি নিয়ে আবারও কথা বললেন অমিত

প্রকাশ : ০২ জুলাই ২০১৯, ১৩:৩৭

সাত দশক ধরে চলা কাশ্মীর সমস্যার সমাধান করবে বিজেপি। সোমবার (১ জুলাই) রাজ্যসভায় জম্মু-কাশ্মীর সংশোধনী বিলের আলোচনায় এ কথা জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কীভাবে এই সমাধান আসতে পারে এ নিয়ে কিছু বলেননি তিনি।

গত সপ্তাহে জম্মু-কাশ্মীর সংশোধনী বিলটি নিয়ে লোকসভায় বক্তব্য দিতে গিয়ে কাশ্মীরের সমস্যা সমাধানে কঠোর দমননীতি নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন অমিত শাহ। তিনি তখন মন্তব্য করেছিলেন, এই কঠোর নীতি দেখে কেউ যদি ভয় পেয়ে থাকে তাহলে সেই ভয় দেশের জন্য ভাল।

এসময় অমিত শাহ উল্লেখ করেন, আসামের মত ভারতের অন্য রাজ্যগুলোতেও অনুপ্রবেশ রোধে এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) কার্যকর হবে। অমিত শাহ বলেন, ভারতে নাগরিকত্ব আইন পাস করিয়ে আসামের সমস্ত হিন্দু অনুপ্রবেশকারীকে শরণার্থী তকমা দিয়ে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। এরপর নতুন রাজ্যে এনআরসি চালু করতে নামবে কেন্দ্রীয় সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত