ইরান কখনোই নতি স্বীকার করবে না: জাবেদ জারিফ

প্রকাশ : ০১ জুলাই ২০১৯, ১৫:৩০

যুক্তরাষ্ট্রের চাপে পড়ে ইরান কখনোই নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ। সোমবার (১ জুন) এক টেলিভিশন অনুষ্ঠানে এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

তবে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্র তেহরানের সাথে যোগাযোগ করলে তা সম্মানের সাথে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

মোহাম্মদ জাবেদ জারিফ বলেন, "ইরান কখনোই মার্কিন চাপ থেকে চাপ নেবে না। আমেরিকা ইরানের প্রতি শ্রদ্ধা জানাতে চায়। যদি তারা ইরানের সাথে কথা বলতে চায়, তাহলে তাদেরও সম্মান দেখাতে হবে।"

সাম্প্রতিক সময়ে তেহরান-ওয়াশিংটন সম্পর্কে বেশ টানাপড়েন চলছে। ইরানের সাথে করা পারমানবিক অস্ত্র চুক্তি অমান্য করার পর দেশটির উপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি রেখেছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত