খাসোগি হত্যাকাণ্ডে জড়িতদের পরিচয় প্রকাশ করুন: এরদোগান

প্রকাশ : ৩০ জুন ২০১৯, ১৬:২০

সাহস ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার রহস্য উন্মোচনে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান জানিয়েছেন।

২৯ জুন (শনিবার) জাপানের ওসাকায় শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০ সম্মেলনের ফাঁকে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তৃতায় খুনিদের পরিচয় প্রকাশেরও দাবি জানান তিনি।

এরদোগান বলেন, দেশটিতে এখনো অনেক হত্যা রহস্য অপ্রকাশিত রয়েছে।

তুর্কি গোয়েন্দারা জানান, এ হত্যাকাণ্ড সৌদি আরবের উচ্চ পর্যায়ের নির্দেশেই হয়েছে বলে সিআইএ নিশ্চিত করেছে তাদের।

জাতিসংঘ জানায়, সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জন্য সৌদি সরকার দায়ী। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রত্যক্ষ ভূমিকা নিয়ে আরো তদন্তের জন্য জোর সুপারিশ করে জাতিসংঘ।

এরদোগান বলেন, 'হত্যাকাণ্ডের আগে ১৫ জনের একটি দল ইস্তাম্বুলে পৌঁছায়। এরপরই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে ওই ১৫ জনের দলটি জড়িত।' 

প্রেসিডেন্ট এরদোগানও ওই হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেছেন।

উল্লেখ্য, গত বছর অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত