ফিলিস্তিনের এক মন্ত্রীকে আটক করেছে ইসরায়েল

প্রকাশ : ৩০ জুন ২০১৯, ১৫:১৫

ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইসরায়েল পুলিশ। রবিবার (৩০ জুন) এমনটাই জানানো হয়েছে ইসরায়েল পুলিশের পক্ষ থেকে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সোর্স জানিয়েছে, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। খবর: আল আরাবিয়ার।

ইসরায়েল পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড এএফপি'কে জানিয়েছে, ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল হাদামীকে শুধু মাত্র জেরুজালেমে তার কাজ সম্পর্কে জানতে চাওয়ার জন্যই আটক করা হয়েছে।

এএফপি'র বরাতে জানা যায়, সূত্র বলছে হাদামীকে গ্রেপ্তারের বিষয়টি তার বর্তমান কার্যকলাপের সাথে সম্পর্কিত। কিছুদিন আগে জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ কমপ্লেক্সে চিলি'র প্রেসিডেন্টের সাথে দেখা করাকে সন্দেহের চোখে দেখছে ইজরায়েল।

গত মঙ্গলবার (২৫ জুন) ফাদি আল হাদামীকে চিলি'র প্রেসিডেন্টেরে সাথে আল আকসা মসজিদে দেখা গিয়েছে, যা ইসরায়েলের মতে নিয়ম ও প্রটোকল বিরোধী।

উল্লেখ্য, পবিত্র ভূমি নামে পরিচিত জেরুজালেম মুসলিম, খ্রীস্টান ও ইহুদীদের জন্য তীর্থস্থান। মসজিদ কমপ্লেক্সটি মুসলিমদের দ্বারা পরিচালিত হলেও এর নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইসরায়েল পুলিশের হাতে রয়েছে।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত