প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উ. কোরিয়ায় ট্রাম্প

প্রকাশ : ৩০ জুন ২০১৯, ১৩:৩৮

ছবি: রয়টার্স

দুই কোরিয়ার সীমান্তে দেখা হলো উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রবিবার (৩০ জুন) দুই কোরিয়ার সীমান্তে তারা দেখা করেন। ২০১৮ সালে একই সীমান্তে দেখা করেছিলেন দুই কোরিয়ার দুই শীর্ষ নেতা।

বর্ডারে যখন দেখা হয় তখন কিম ও ট্রাম্প একে অপরের সাথে করমর্দন করেন। তখন কিম ট্রাম্পকে জানান, যদি ট্রাম্প বর্ডার পার হয়ে উত্তর কোরিয়ায় পা রাখেন তবে তিনিই হবেন প্রথন আমেরিকান প্রেসিডেন্ট, যিনি উত্তর কোরিয়ায় এলেন।

ট্রাম্প করমর্দন করলেন। তারপর কিম'কে সাথে নিয়েই প্রবেশ করলেন উত্তর কোরিয়ার সীমানায়। এরপর অবশ্য দুইজনই আবারও দক্ষিন কোরিয়ার সীমানায় ফেরত আসেন।

কিম বলেন, "ট্রাম্পের উত্তর কোরিয়ায় পা রাখা একটা ঐতিহাসিক ঘটনা।"

জবাবে ট্রাম্প বলেন, "এটা খুবই সম্মানজনক একটা ব্যাপার ঘটেছে। এবং এটা কিমের সাথে আমার গভীর এক বন্ধুত্বের প্রতিচ্ছবি।"

এর আগে দুইজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়া ভ্রমণ করেছেন। জিমি কার্টার ১৯৯৪ সালের জুনে এবং বিল ক্লিন্টন ২০০৯ সালের অগাস্টে উত্তর কোরিয়া ভ্রমণ করেন। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পই প্রথম পা রাখলেন উত্তর কোরিয়ায়।

এর আগে দুই রাষ্ট্রনায়ক মিলিত হয়েছিলেন ভিয়েতনামে ফেব্রুয়ারিতে। কিন্তু তখনকার বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছিলো।

এ সময় কিম'কে হোয়াইট হাউজ সফরে আসার আমন্ত্রণ জানান ট্রাম্প। তবে তখনই কোনো প্রতিক্রিয়া দেখাননি কিম। কিন্তু কিম যদি হোয়াইট হাউজ সফরে যান, তবে এটি হবে উত্তর কোরিয়ায় সর্বোচ্চ কোনো নেতার যুক্তরাষ্ট্র ভ্রমণ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত