"কেউ জামিন পেয়ে বাইরে আছেন, থাকুন না। এনজয় করুন।"

প্রকাশ | ২৫ জুন ২০১৯, ১৯:২৩

অনলাইন ডেস্ক

এবারে জরুরী অবস্থা নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতির বক্তব্যের উপর দেওয়া ভাষণে কংগ্রেসকে কটাক্ষ করেন মোদী।

নরেন্দ্র মোদী বলেন, "আজ ২৫ জুন। এই দিনেই দেশের আত্মাকে পিষে মারা হয়েছিল। সেই সময়কার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মোদী বলেন, সাংবাদিকদের জেলে পোরা হয়েছিল। নেতাদের বন্দি করা হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়েছিল যে, সেই আতঙ্কের কথা মনে হলে এখনও আত্মা কেঁপে ওঠে।"

কংগ্রেসকে উদ্দেশ্য করে মোদী বলেন, "আপনারা এত উপরে উঠে গিয়েছেন যে, ভুমি দেখতে পান না। আপনারা এত উপরে উঠেছেন যে, শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন।"

সোমবার (২৪ জুন) লোকসভায় মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অধীর চৌধুরী বলেছিলেন, "সোনিয়া গান্ধী বা কংগ্রেসের কেউ যদি দুর্নীতিতে জড়িত থাকেন, তা হলে তাদের গ্রেফতার করে জেলে পাঠাননি কেন?"

এর পাল্টা জবাব দিয়ে মোদী বলেন, "আমরা সরকার চালাই, আইন ব্যবস্থা চালাই না। আমরা কাউকে জেলে পুরতেও চাই না।" এ সময় ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী জামিন পাওয়ার প্রসঙ্গ টেনে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "কেউ জামিন পেয়ে পেয়ে বাইরে আছে, থাকুন না। এনজয় করুন।"
 

সাহস২৪.কম/জয়