পাকিস্তানের সাবমেরিনের সন্ধান পেয়েছে ভারত

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১২:৩৯

সাহস ডেস্ক

পাকিস্তানের বালাকোটে বিমান হামলার পর দেশটির সাবমেরিনটি গায়েব হওয়া নিয়ে ভীষণ চিন্তায় পড়েছিল ভারত। অবশেষে ওই ঘটনার ঠিক চার মাস পর সাবমেরিনটির সন্ধান পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

গত ১৫ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী হামলায় ভারতের আধা সামরিক বাহিনীর ৪০ জওয়ান নিহত হন। তার প্রতিশোধ নিতে ২৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোট ঢুকে বিমান হামলা চালায় ভারত। সেই হামলার পরপরই ভারত সীমান্তে পাকিস্তানের ওই সাবমেরিন হঠাৎ উধাও হয়ে যায়।

ভারত আশঙ্কা করে, সেটি দিয়ে আচমকা হামলা চালাতে পারে পাকিস্তান। পরবর্তীতে সেই সাবমেরিনের খোঁজ শুরু করে ভারত।

ভারতীয় নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বালাকোট হামলার পরই পাকিস্তানের অত্যাধুনিক সাবমেরিন ‘পিএনএস সাদ’ হঠাৎই উধাও হয়ে যায়। প্রায় ২১ দিন ধরে সেটির খোঁজ চালিয়েছিল ভারতীয় নৌবাহিনী। কিন্তু তখন তার খোঁজ মেলেনি।

ভারত সে সময় আইএনএস বিক্রমাদিত্যসহ ৬০টি যুদ্ধজাহাজকে উত্তর আরব সাগরে মোতায়েন করে। পাকিস্তানের জলসীমার কাছাকাছি পারমাণবিক অস্ত্রবাহী আইএনএস চক্রক্রে সক্রিয় করা হয়। এ ছাড়া ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়েছিল।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত