ইরানের বিপক্ষে জোট করছে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ১১:৫২

সাহস ডেস্ক

ইরানের বিরুদ্ধে জোট গড়ার উদ্যোগ হিসেবে হঠাৎ মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও৷ রোববার (২৩ জুন) আকস্মিক সফরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত যাওয়ার ঘোষণা দিয়েছিলেন পম্পেও।

মাইক পম্পেও বলেন, ইরানের বিরুদ্ধে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ দেখতে চায় যুক্তরাষ্ট্র৷

তিনি আরোও বলেন, "আমরা যে কৌশলগতভাবে ঐক্যবদ্ধ আছি তা নিশ্চিত করার উপায় বের করতে এবং কিভাবে বৈশ্বিক জোট গড়া যায়, তা ঠিক করার জন্য আমরা কথা বলব৷'' এ সময় তিনি জানান, এ জোটে শুধু উপসাগরীয় দেশগুলোই নয়, এশিয়ার অন্যান্য দেশ এবং ইউরোপের দেশগুলোকেও রাখতে চায় যুক্তরাষ্ট্র৷ 

উল্লেখ্য, মঙ্গলবার (২৫ জুন) ভারত সফরে আসার কথা মাইক পম্পেও'র৷

গত সপ্তাহে একটি মার্কিন ড্রোন ইরানের আকাশে ঢুকে পড়ে৷ সেই ড্রোনটি ভূপাতিত করার পর থেকে দু' দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়৷

পম্পেও বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেয়াই হবে এই জোট গড়ার মূল উদ্দেশ্য৷

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত