‘ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনা চাই’

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৮:১৬

সাহস ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার দাবি করেছেন, ওয়াশিংটন ইরানের সঙ্গে ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ আলোচনায় বসতে চায়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছিলেন, তার প্রশাসন ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চায়। এ নিয়ে ট্রাম্প ও পম্পেও গত কয়েক মাসে অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।

ইরানের সঙ্গে তারা এমন সময় আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করছেন যখন ডোনাল্ড মধ্যপ্রাচ্যে ইরানকে টার্গেট করে সামরিক অবস্থান শক্তিশালী করেছে। এছাড়া পাশ্চাত্যের সঙ্গে ইরান যে পরমাণু সমঝোতা সই করেছিল তা থেকে আমেরিকাকে বের করে নিয়েছেন ট্রাম্প।

তেহরান ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে, হুমকি ও চাপের মোকাবিলায় দেশটি আলোচনায় বসে না। এছাড়া আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে এসে আগে নিজের সদিচ্ছার প্রমাণ দিতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, আমেরিকাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না তেহরান এবং পরমাণু সমঝোতার আলোচনায় বসে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার পুনরাবৃত্তিও করবে না ইরান।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত