ইস্তানবুলে নির্বাচনে এরদোয়ানের দলের পরাজয়

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ১৮:০১

অনলাইন ডেস্ক

তুরস্কের ইস্তানবুলে মেয়র নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল ক্ষমতাসীন একে পার্টির পরাজয় হয়েছে। নির্বাচনে প্রধান বিরোধী একরাম ইমামোগলু প্রায় ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

২৩ জুন (রবিবার) এই ভোট অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দল সিএইচপি-র প্রার্থী ইকরাম ইমামোগলু পেয়েছেন ৫৪ দশমিক ০৩ শতাংশ ভোট। এরদোয়ানের একে পার্টির প্রার্থী বিনালি ইলদিরিম পেয়েছেন ৪৫ দশমিক ০৯ শতাংশ ভোট।

গত মার্চ মাসে অনুষ্ঠিত মেয়র নির্বাচনেও জয়লাভ করেন ইমামোগলু। কিন্তু সে সময় তিনি মাত্র ১৩ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করায় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি তোলে ক্ষমতাসীন একে পার্টি। কিন্তু এবার উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৭ লাখ ৭৭ হাজার ৫৮১।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট(একে) পার্টির মেয়রপ্রার্থী বিনালি ইলদিরিম পরাজয় মেনে নিয়ে ইকরামকে অভিনন্দন জানিয়েছেন।

সাহস২৪.কম/ইতু