ইন্দোনেশিয়ায় জোড়া ভূমিকম্পের আঘাত

প্রকাশ : ২৪ জুন ২০১৯, ১৩:২৮

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত এনেছে। এই ভূমিকম্পের প্রভাবে কেঁপে উঠে অস্ট্রেলিয়া ও পূর্ব তিমুরের একাংশও।

ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপে বান্দা সমুদ্র এলাকায় ৭.৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত আনে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ২০৮ কিলোমিটার (১২৯ মাইল) গভীরে। এর প্রভাবে কেঁপে উঠে অস্ট্রেলিয়ার ডারউইন শহর ও পূর্ব তিমুরের রাজধানী দিলি।

এদিকে ৭.৩ মাত্রার ওই ভূমিকম্পের পর দেশটির পাপুয়া প্রদেশের আবেপুরা শহরে ৬.১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার উৎপত্তিস্থল ১২ মাইল গভীরে।

তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত