ইরানে হামলায় আগ্রহী সৌদি আরব

প্রকাশ : ২৩ জুন ২০১৯, ১৩:৩৭

সাহস ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর পরিকল্পনা থেকে সরে আসার পর তেহরানে হামলার পক্ষে লবিং শুরু করেছে সৌদি আরব। ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য ব্রিটিশ সরকারের কাছে লবিং করেছে সৌদি আরবের গোয়েন্দা প্রধান।

এক ব্রিটিশ কর্মকর্তা ‘মিডল ইস্ট আই নিউজ পোর্টালে’ জানিয়েছে, সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে লন্ডন সফরের সময় বিৃটিশ কর্মকর্তাদেরকে ইরানে হামলা চালানোর আহ্বান জানান। তবে বিটিশ কর্মকর্তারা সৌদি অনুরোধে সাড়া দেন নি।

সম্প্রতি ওমান ওপসাগরে দুটি মার্কিন তেল ট্যাঙ্কারে বিস্ফোরণ এবং ইরান একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় দু দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় শুক্রবার সকালেই তেহরানে হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। পরে অবশ্য তিনি ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

ওই ব্রিটিশ কর্মকর্তা বলেন, ‘আমদের কর্মকর্তারা বিষয়টিতে অনাগ্রহ দেখিয়েছেন। তারা সাদামাটাভাবে সৌদি আরবের আবেদনে ‘না’ বলে দিয়েছেন।

সূত্র বলছে, ১৩ জুন ওমান সাগরে দুটি তেলবাহী ট্যাংকারে হামলার সঙ্গে ইরান জড়িত রয়েছে। কিন্তু তারা যে প্রমাণ দেখিয়েছে তাতে বিটিশ কর্মকর্তারা সন্তুষ্ট হতে পারেন নি। ফলে সৌদি আহ্বানে সাড়া দেয়নি যুক্তরাজ্য।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত