ইন্দোনেশিয়ায় কারখানায় আগুন লেগে নিহত ৩০

প্রকাশ : ২২ জুন ২০১৯, ১১:৪৮

সাহস ডেস্ক

ইন্দোনেশিয়ার নর্থ সুমাত্রা প্রদেশে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত তিন শিশুসহ ৩০ জন মারা গেছেন। শুক্রবার (২১ জুন) স্থানীয় সময় দুপুরে এই আগুন লাগার ঘটনা ঘটে।

পুলিশের সন্দেহ প্রকাশ করে বলছে, আবাসিক এলাকার সরুগলিতে অবস্থিত ওই কারখানায় যখন আগুন লাগে তখন সেটা বাইরে থেকে বন্ধ ছিল। যে কারণে আগুন লাগার পর শ্রমিকরা সেখান থেকে বের হতে পারেনি।

বিনজায় পুলিশ প্রধান নুগরোহো ত্রি নূরহায়োতো বলেন, "নিহত সবাই কারখানার ভেতর আটকা পড়ে ছিলেন। সেখানে বের হওয়ার কোনো পথ ছিল না এবং সম্ভবত তাদের ভেতরে তালা দিয়ে রাখা হয়েছিল।"

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়, তারা বিকট বিস্ফোরণের আওয়াজ পান। তারপরই পুরো ভবনে আগুন লেগে যায়।

কী কারণে কারখানায় আগুন লাগে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরওয়ান শাহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "সম্ভবত নিহত শিশুরা কারখানার শ্রমিক ছিল না। হয়তো তাদের মা কারখানায় কাজে আসার সময় শিশুদের সঙ্গে নিয়ে এসেছিলেন।"

সূত্র: রয়টার্স

সাহস২৪.কম/জয়

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত