আইসিইউ’তে পাকিস্তানের অর্থনীতি

প্রকাশ : ২০ জুন ২০১৯, ১৭:৫৯

সাহস ডেস্ক

পাকিস্তান জুড়ে কেবল বিরাজ করছে হতাশা। অর্থনীতি, রাজনীতি, ক্রিকেট- সবক্ষেত্রেই খারাপ অবস্থা উল্লেখ করে দুঃখপ্রকাশ করলেন দেশটির প্রধান বিচারপতি আসিফ সৈয়দ খোসা।

এক অনুষ্ঠানে গিয়ে বিচারপতি বলেন, পাকিস্তানের অর্থনীতি ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অথবা সেখান থেকে সদ্য ছাড়া পেয়েছে; যা মোটেই খুব একটা ভালো খবর নয়। দেশের বিভিন্ন স্থান থেকে সাম্প্রতিক সময়ে দুর্ভাগ্যবশত আমরা কোনো ভালো খবর পাচ্ছি না। আমরা যা শুনতে পাচ্ছি, তা সবই হতাশাজনক।

পাকিস্তানের গণতন্ত্র নিয়ে তিনি বলেন, আমরা যেখানে নিজেদের গণতন্ত্র নিয়ে গর্ব করি,  তবে টিভি চালু করতেই দেখি সংসদে বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। এটা আমাদের হতাশ করেছে। 

এত খারাপ খবরের মধ্যে ভালো খবর আসছে শুধুমাত্র পাকিস্তানের আদালত থেকে। প্রধান বিচারপতি জানিয়েছেন, ৪৮ দিনের মধ্যে ৫ হাজার ৮০০টি ট্রায়াল হয়েছে দেশটির আদালতে। বিচার ব্যবস্থার গুরুত্বের কথা মাথায় রেখে দ্রুত মামলার নিষ্পত্তি করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।  এমনকি অনলাইনে মামলার শুনানি হচ্ছে বলেও জানান প্রধান বিচারপতি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত