যাবজ্জীবন সাজা হতে পারে রনিয়্যারির

প্রকাশ | ২০ জুন ২০১৯, ১৪:১৫

অনলাইন ডেস্ক

নারীদের যৌন দাসত্বে বাধ্য করা যৌন গোষ্ঠী ‘নেক্সিয়াম’র গুরু কেইথ রনিয়্যারিকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র বাংলা সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় দেড় মাস ধরে বিচার কার্যক্রমের পরে এই রায় দেন জুরিরা।

রনিয়্যারির বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগই প্রমাণিত হয়েছে। যার মধ্যে রয়েছে দলগত অপরাধ, যৌনতার জন্য মানব পাচার ও শিশু পর্নোগ্রাফি। এই সব অপরাধের কারণে রনিয়্যারির যাবজ্জীবন সাজা হতে পারে।

আইনজীবীরা বলছেন, রনিয়্যারি নিজেকে 'বিশ্বের সবচেয়ে চালাক,' ব্যক্তি হিসাবে দাবি করতেন, যিনি নিজেকে আইনস্টাইন এবং গান্ধীর সঙ্গে তুলনা করতেন।

আইনজীবীদের অভিযোগ, তিনি নারীদের মগজ ধোলাই করে দাস হিসাবে সংগঠনে অন্তর্ভুক্ত করতেন এবং তার সঙ্গে যৌন মিলনে বাধ্য করতেন।

এদের মধ্যে হলিউডের নায়িকা এবং মেক্সিকোর সাবেক একজন প্রেসিডেন্টের কন্যাও রয়েছে- যারা রনিয়্যারির বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন।

এই গোষ্ঠীর অন্য সদস্যরা অপরাধ স্বীকার করে নিয়েছেন।

সেপ্টেম্বর মাসে রনিয়্যারির সাজা ঘোষণা করা হবে। এসব অপরাধে তার যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে।

সাহস২৪.কম/ইতু