‘ক্ষতিকর কনটেন্ট সরাচ্ছে ইউটিউব’

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ১৮:৫৫

অনলাইন ডেস্ক

সম্প্রতি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ইউটিউব এবং গত তিন মাসে তাদের ভিডিও সেবা থেকে ৯০ লাখের বেশি ভিডিও সরিয়েছে। ক্ষতিকর কনটেন্ট ছড়িয়ে পড়া ঠেকানোর অংশ হিসেবে গুগল এসব পদক্ষেপ নিয়েছে দাবি করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

গলের প্রধান নির্বাহী স্বীকার করেছেন, ইউটিউব এখন এত বড় প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে যে এখান থেকে ক্ষতিকর কনটেন্ট পুরোপুরি সরিয়ে ফেলা কঠিন।

ইউটিউব কয়েক বছর ধরে বিতর্কিত কনটেন্টের জন্য সমালোচনার মুখে রয়েছে। প্রতিষ্ঠানটির নানা পদক্ষেপের পরেও অনেক বিতর্কিত কনটেন্ট এখানে রয়ে গেছে।

পিচাই বলেন, গত প্রান্তিকে ৯০ লাখ ভিডিও সরানো হয়েছে। এটা চলমান প্রক্রিয়া। তবে আমাদের আরও অনেক কিছু করার আছে।

তিনি আরো বলেন, ‘আমাদের উন্নত ফ্রেমওয়ার্ক দরকার, যাতে ব্যবহারকারীরা তাদের নিজের তথ্য নিয়ে স্বস্তিতে থাকতে পারে। তারা যেন বুঝতে পারে তাদের তথ্যের নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে।’

সাহস২৪.কম/ইতু