ইরান নিয়ে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১৫:৫১

সাহস ডেস্ক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টির বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করেছে চীন। 

ইরানের সাথে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরো এক হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেয়ার পর বেইজিং ওয়াশিংটনকে সতর্ক করল।

১৮ জুন (মঙ্গলবার) রাজধানী বেইজিংয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে চীনের স্টেট কাউন্সিলর ওয়াং ই এসব কথা বলেন।

আমেরিকা সাম্প্রতিক দিনগুলোতে ইরানের সঙ্গে দৃশ্যত যুদ্ধে লিপ্ত হওয়ার নানা পদক্ষেপ নিচ্ছে।

চীনের স্টেট কাউন্সিলর বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে চীন অবশ্যই উদ্বিগ্ন। এ অবস্থায় উত্তেজনা কমানোর জন্য সবপক্ষের কাজ করা উচিত। কোনো পক্ষেরই এমন কিছু করা উচিত হবে না যাতে উত্তেজনা আরো বেড়ে যায়। বিশেষ করে আমেরিকার চরম চাপ সৃষ্টির পদ্ধতি বাদ দিতে হবে।

সম্প্রতি ওমান উপসাগরে তেলের ট্যাংকারে হামলার জন্যে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে দায়ী করলে উত্তেজনা নতুন রূপ নেয়।

এদিকে ইরানের জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানি পাল্টা আমেরিকাকে দায়ী করেছেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত