যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট শুরু

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ১৫:৪৪

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের রক্ষণশীল দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট শুরু হয়েছে। ইতোমধ্যে প্রথম দফার ভোটে জয়লাভ করে এগিয়ে আছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

গত বৃহস্পতিবার হাউস অব কমন্সে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে ১১৪ ভোট পেয়েছেন তিনি। ৪৩ ভোট পেয়ে জেরেমি হান্ট দ্বিতীয় আর ৩৭ ভোট পেয়ে মাইকেল গোভ হয়েছেন তৃতীয়।

পরবর্তী ধাপের নির্বাচনে টিকতে প্রয়োজনীয় ন্যূনতম ১৭ আইন প্রণেতার ভোট না পাওয়ায় বাদ পড়েছেন তিন প্রার্থী মার্ক হারপার, আন্দ্রে লেদসাম এবং এস্তার ম্যাকভে। এবার ন্যূনতম ৩৩টি ভোটের কম পেলে ছয় জনের মধ্যে থেকে যে কেউ বাদ পড়বেন।

যারা লড়াইয়ে টিকে থাকবেন চলতি সপ্তাহে আবারও ভোট হবে তাদের মধ্যে। ১৯ ও ২০ জুন  ভোটের মাধ্যমে নির্ধারিত হবেন সবচেয়ে জনপ্রিয় দুই প্রার্থী।

চূড়ান্ত ওই দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে নেতা হিসেবে বেছে নিতে ২২ জুন থেকে ভোট দেওয়া শুরু করবেন রক্ষণশীল দলের এক লাখ ২০ হাজারেরও বেশি সদস্য। এর চার সপ্তাহ পর বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

সাহস২৪.কম/ইতু