মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

প্রকাশ : ১৯ জুন ২০১৯, ১৩:১৯

সাহস ডেস্ক

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তার এ্রই পদত্যাগ। শানাহান এমন এক সময় সরে দাঁড়ালেন যখন মধ্যপ্রাচ্যে নিয়ে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটবার্তায় শানাহানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর খবরটি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা মার্ক এস্পার শানাহানের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

শানাহান এমন এক সময় পদত্যাগ করলেন যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মাত্র দুদিন আগে ইরানি হুমকির মুখে মার্কিন স্বার্থ রক্ষা করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত এক হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন শানাহান।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, সিনেটের অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত মন্ত্রীকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যেতে হয়। প্যাট্রিক শানাহান সে অনুমোদন পাওয়ার আগেই সরে গেলেন।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত