মুরসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাতারের আমির

প্রকাশ : ১৮ জুন ২০১৯, ১৭:১০

সাহস ডেস্ক

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কাতারের শাসক শেখ তামিম বিন হামাদ আল থানি।

আদালতে মামলার শুনানির সময় পড়ে যাওয়ার পর কায়রোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

মিসরীয় নেতা হিসেবে মুরসির দায়িত্ব পালনের উত্তাল সময়টিতে ইসলামপন্থী এই সাবেক প্রেসিডেন্টের প্রধান সমর্থক ছিল কাতার।

২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর দোহার পক্ষে গুপ্তচরবৃত্তির আভিযোগে মুরসির বিচার চলছিল।

এক টুইটে আল থানি বলেন, মিসরের সাবেক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসির আকস্মিক মৃত্যুর খবর আমরা গভীর বেদনার সঙ্গে গ্রহণ করেছি। তার পরিবার ও ভ্রাতৃপ্রতীম মিসরীয়দের প্রতি আমরা গভীর শোক শোক জানাচ্ছি।

ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই কারাগারে ছিলেন মিসরের প্রথম ইসলামপন্থী এই নেতা। ইরান ও গাজা উপত্যকার হামাসের পক্ষে গুপ্তচরবৃত্তিসহ বেশ কয়েকটি অভিযোগে তার বিচার চলছিল।

মুরসিকে ক্ষমতা থেকে অপসারণে নেতৃত্ব দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। বর্তমানে কাতারের সঙ্গে মিসরের সম্পর্ক সর্বকালের সবচেয়ে নিচে অবস্থান করছে।

২০১৭ সালে দোহার বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধে সমর্থন জানায় সিসি।

ইরান ও ইসলামপন্থীদের সমর্থন দেয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ সৌদি জোট কাতারকে বয়কট শুরু করে। যদিও দোহা আগে থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: বার্তা সংস্থা এএফপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত