জম্মু ও কাশ্মীর সীমান্তে আবার জঙ্গি হামলা

প্রকাশ : ১৮ জুন ২০১৯, ১৪:৪২

সাহস ডেস্ক

ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্তের অনন্তনাগে আজ (১৮ জুন) সকাল থেকে শুরু হয়েছে সেনা-জঙ্গির গুলি বিনিময়। এখনও সেনাবাহিনী-জঙ্গির গুলি বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভি জানিয়েছে, ইতিমধ্যে তিন জঙ্গি নিহত হয়েছে। নিহত হয়েছে সামরিক বাহিনীর একজন সদস্যও। এলাকায় এখনও কমপক্ষে একজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করছে ভারতীয় সেনাবাহিনী। সেই জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

উল্লেখ, এ বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামাতে জঙ্গিরা আত্মঘাতী হামলা চালিয়েছিলো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি কনভয়ের ওপর।

গতকাল সেই পুলওয়ামাতেই সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে আহত হয়েছেন ছয় সেনাসহ দুই সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত