আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎ বিপর্যয়

প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১৯:১৮

সাহস ডেস্ক

বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে আর্জেন্টিনা এবং উরুগুয়ে। এই দুই দেশ ছাড়াও প্রতিবেশী ব্রাজিল ও প্যারাগুয়ের বেশ কিছু অংশ রয়েছে এই বিদ্যুৎ সঙ্কটের মধ্যে।

১৬ জুন (রবিবার) স্থানীয় সময় সকাল সাতটার পর বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়ে গোটা দেশ, ফলে ট্রেনগুলো বন্ধ হয়ে যায় এবং ট্রাফিক সংকেত অচল হয়ে পড়ে।

দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইদেসুর বলেন, ইলেকট্রিক্যাল ইন্টার কানেকশন সিস্টেমে বড় বিপর্যয়ের কারণে আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

উরুগুয়ের ইউটিই পাওয়ার কোম্পানির মতে, আর্জেন্টিনার প্রধান প্রধান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটির কারণেই এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছে।

আর্জেন্টিনার জ্বালানি মন্ত্রী গুস্তাবো লোপেতেগি বলেন, কিছু এলাকায় বিদ্যুৎ ফিরে আসতে শুরু করেছে, তবে এতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত