ক্ষমা চাইলেন হংকংয়ের নেতা ক্যারি লাম

প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১৭:২২

সাহস ডেস্ক

হংকংয়ে লাখো মানুষের উত্তাল বিক্ষোভের মুখে ক্ষমা চাইলেন হংকংয়ের প্রশাসনিক নেতা ক্যারি লাম।

১৬ জুন (রবিবার) বিতর্কিত ‘প্রত্যর্পণ বিল’ বাতিল ও তার পদত্যাগের দাবিতে প্রায় ২০ লাখ মানুষ রাস্তায় নামার পর ক্ষমা চান তিনি।

বিক্ষোভকারী কালো পোশাক পরে রাস্তায় নেমে নেতা ক্যারি লামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে এবং বিতর্কিত বিলও পুরোপুরি বাতিলের দাবি জানায়।

এ পরিস্থিতিতে এক বিবৃতিতে হংকং-এর জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ক্যারি লাম। সমাজে সমালোচনাকে সৎসাহস ও বিনয়ী মনোভাব নিয়ে গ্রহণ করে নেয়া এবং আরো ভালোভাবে জনগণের সেবা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার আইন পরিষদের বাইরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়। যে কারণে পরদিন বুধবার বিলটি নিয়ে আইন পরিষদে দ্বিতীয় দফা বিতর্কের কথা থাকলেও সরকার তা স্থগিত করতে বাধ্য হয়।

বিক্ষোভের কারণে হংকং কার্যত অচল হয়ে পড়ায় কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার আইন পরিষদ বন্ধ রাখে এবং সপ্তাহের বাকি দিনগুলোতে আরো বেশকিছু সরকারি দপ্তরও বন্ধ রাখা হয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত