‘ট্যাংকারে ইরানের হামলার কোনো প্রমাণ নেই’

প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১৭:১৫

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের দাবি, ওমান উপসাগরে দুই জ্বালানি ট্যাংকারে হামলায় ইরানই জড়িত। সেই দাবি নাকচ করে দিয়েছেন যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন।

লেবার পার্টির এ নেতা বলেন, ইরানই যে হামলা করেছে তা প্রমাণ না পেয়ে দেশটিকে দোষারোপ করতে থাকলে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাজ্যের যুদ্ধের সম্ভাবনা আরো বেড়ে যাবে।

তিনি বলেন, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলা উত্তেজনা প্রশমনে ভূমিকা না রেখে বরং উল্টো ইরানকে উসকে দিচ্ছে ব্রিটিশ সরকার।

একটি নিরপেক্ষ তদন্ত ছাড়া কেবল অনুমানের ভিত্তিতে ইরানকে দোষারোপ করা থেকে সরকারকে বিরত থাকতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নবেরি।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত