কাশ্মীর পুলওয়ামায় ফের জঙ্গি হামলার আশঙ্কা

প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১৬:৩৭

সাহস ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আবারও জঙ্গি হামলার হতে পারে। এ বিষয়ে ভারতকে সতর্ক করে দিয়েছে পাকিস্তান।

পাকিস্তান জানিয়েছে, অবন্তিপুরার কাছে কোনো জায়গায় জঙ্গিরা গাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে।

উপত্যকার নিরাপত্তারক্ষীরা মনে করছেন, জঙ্গি নেতা জাকির মুসার হত্যার বদলা নিতেই এই বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে জঙ্গিরা।

গত মাসেই সেনাবাহিনীর হাতে নিহত হয় জাকির মুসা। ২০১৭ সাল থেকে উপত্যকায় সক্রিয়ভাবে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল জাকির মুসা।

উল্লেখ্য, পুলওয়ামায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। মৃত্যু হয়েছিল প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের। তার পাল্টা জবাবে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে অভিযান চালায় ভারতীয় বিমানবাহিনী। এই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত