মিশরের ফেরআউনের মাথা এখন লন্ডনে

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ১৪:৫৯

অনলাইন ডেস্ক

লন্ডনে ক্রাইস্টি নিলাম হাউজ থেকে মিশরের পিরামিডে রাখা ফেরআউনের ভাস্কর্যের মাথা নিলামে উঠছে।

চলতি বছরের ৪ জুলাই নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে, এ খবর প্রকাশের পর থেকেই সমালোচার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ফেরআউনের মাথা মিশর থেকে লন্ডন কিভাবে গেল।

মিশরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের পক্ষ থেকে চুরি হওয়া ও অবৈধভাবে মিশর থেকে নিয়ে যাওয়া প্রাচীন ও দুর্লভ বস্তু ফিরিয়ে আনার জন্য পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ক্রাইস্টি নিলাম হাউজের কাছে ব্যাখ্যা চেয়েছে এবং ভাস্কর্যের মাথা ফেরত দেয়ার দাবি করেছে।

কমিটির প্রধান শাবান আবদুল জাওয়াদ বলেন, ক্রাইস্টি নিলাম হাউজের রেকর্ড খতিয়ে দেখার উদ্যোগ নেয়া হয়েছে। তদন্তে কোনো অসংগতি পাওয়া গেলে নিলাম হাউজটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাহস২৪.কম/ইতু