নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প

প্রকাশ : ১৬ জুন ২০১৯, ১২:৫০

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

১৫ (রবিবিার) ভোর ৪টা ৫৫ মিনিটে দেশটির তৌরঙ্গ শহর থেকে ৯২৯ কিলোমিটার দূরে কেরমাডেক দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প অনুভূত হয়। খবর এক্সপ্রেস।

ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০০ কিলোমিটার গভীরে। ফলে ৩০০ কিলোমিটার পরিধির মধ্যে সুনামি হতে পারে। এই ৩০০ কিলোমিটারের মধ্যে পড়েছে নিউজিল্যান্ড, আমেরিকা সামোয়া, কুক আইল্যান্ড, টোগা, ফিজি, সলোমন আইল্যান্ড।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, কম্পনের উৎসস্থল খুব গভীরে হওয়ায় ওই দ্বীপপুঞ্জে তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি হয়। পরে সেই সতর্কতা বাতিল করা হয়।

সুনামি সতর্কতা বাতিল করা হলেও উপকূল এলাকা থেকে সবাইকে দূরে নিরাপদ স্থানে চলে যাওয়ার বার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত