ভারতের ঝাড়খন্ডে মাওবাদী হামলায় নিহত ৫

প্রকাশ | ১৫ জুন ২০১৯, ১৭:০৬

অনলাইন ডেস্ক

ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুরে মাওবাদীদের হামলায় দেশটির পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

১৪ জুন (শুক্রবার) রাতে স্থানীয় একটি বাজারের পাশে টহল দেয়ার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে এই হামলা করা হয়।

জামশেদপুর থেকে ৪০ কিলোমিটার দূরের সরাইকেলা নামক জেলায় এই হামলার ঘটনা ঘটে। দুজন মাওবাদী ওই হামলা চালায়। হামলার পর তারা পুলিশ সদস্যদের অস্ত্রও কেড়ে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মুরালি লাল মিনা বলেন, মাওবাদীরা পুলিশকে ঘিরে ফেলে এবং তাদের গুলি করে হত্যা করে।

হামলায় নিহত ৫ জন পুলিশের মধ্যে দুজন উপ-পরিদর্শক (এসআই) এবং বাকি তিনজন কনস্টেবল।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে রাজ্যের দুমকা জেলার তারদাঙ্গাল নামক জঙ্গলে সশস্ত্র মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সেনা নিহতসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়। এছাড়া গত ২৮ মে সরাইলেকা জেলায় মাওবাদীদের একটি বিস্ফোরণে ১১ নিরাপত্তাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটে।

সাহস২৪.কম/ইতু