সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলা

প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১৫:২১

সাহস ডেস্ক

ইয়েমেনের সামরিক বাহিনী আবারও সৌদি আরবের আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে।

১৪ জুন (শুক্রবার) সৌদি আরবের আবহা বিমানবন্দরে এ হামলা চালানো হয়েছে। ওই হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয় বলে জানা যায়।

চলতি সপ্তাহেই এ নিয়ে বিমানবন্দরে দুইবার হামলা চালালো ইয়েমেন। হামলায় কাসিফ-২কে ড্রোন ব্যবহার করা হয়।

এর আগে গত বুধবার আবহা বিমানবন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছিল ইয়েমেনি বাহিনী। সৌদি আরবের আবহা বিমানবন্দরে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে তা ইয়েমেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি।

ওই ক্ষেপণাস্ত্রের আঘাতে আবহা বিমানবন্দরের পর্যবেক্ষণ টাওয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আবহা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে সৌদি আরব বলেছিল, সেখানে অন্তত ২৬ জন আহত হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনী বলেছে, সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত