আবারও সমালোচনার মুখে ইমরান খান

প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১৫:১৭

সাহস ডেস্ক

সৌদি আরবের পর সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে কূটনৈতিক প্রথা ভাঙার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

১৪ জুন (বৃহস্পতিবার) থেকে কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা ‘এসসিও’ গোষ্ঠীর রাষ্ট্রগুলির শীর্ষ সম্মেলন শুরু হয়েছে।

সমস্ত দেশের প্রতিনিধিরা যখন কূটনৈতিক প্রথা মেনে দাঁড়িয়ে রয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিশ্চিন্তে নিজের আসনে বসে ছিলেন। বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানরা সম্মেলনে একের পর এক সভাকক্ষে প্রবেশের সময় সকলে দাঁড়িয়ে সম্মান জানান। নরেন্দ্র মোদী প্রবেশ করার পর ইমরান খান খুব অল্প সময়ের জন্য শুধু একবার দাঁড়ান, যখন তাঁর নাম সম্বোধন করা হয়।

এ ঘটনায় ফের সমালোচনা শুরু হয়েছে। সামনে উঠে আসছে মুসলিম সংগঠন ওআইসি-র সম্মেলন চলাকালীন ইমরান খানের সঙ্গে সৌদি আরবের বাদশার সৌজন্য সাক্ষাতের সেই ভিডিও। সৌদি আরবের মক্কায় সম্প্রতি ৫৭টি মুসলিম দেশের সংগঠন ওআইসি’র সম্মেলনে সৌজন্যমূলক সাক্ষাৎ হয় সৌদি আরবের রাজা সালমন বিন আবদুল আজিজ ও ইমরান খানের।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত