ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করবে চীন

প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১২:২৯

সাহস ডেস্ক

বিশ্ব পরিস্থিতিতে যে পরিবর্তনই আসুক না কেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

১৪ জুন (শুক্রবার) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে চলমান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসশিও) সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে বৈঠকের সময় তিনি একথা জানান।

বৈঠকে চীনা প্রেসিডেন্ট পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বের হয়ে যাওয়ার নিন্দা করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে চীন কৌশলগত সম্পর্ক রক্ষা করে চলবে।

ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকার একাধিপত্যবাদের বিরুদ্ধে ইরান ও চীনের প্রতিরোধ শুধু এই দুই দেশ নয়, সারা বিশ্বের স্বার্থ রক্ষা করবে। আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এশিয়াসহ সারা বিশ্বের ওপর আধিপত্য বিস্তার করতে চাচ্ছে।

চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প বাস্তবায়নে ইরান গুরুত্বপূর্ণ মৌলিক ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন ইরানি প্রেসিডেন্ট।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত