সৌদি আরবে সূর্যের আলোতে কাজ নিষিদ্ধ

প্রকাশ | ১৩ জুন ২০১৯, ১৯:০০

অনলাইন ডেস্ক

সৌদি আরবে দিনের বেলায় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সূর্যের আলোতে শ্রমিকদের কাজ নিষিদ্ধ করেছে সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

চলতি বছরের ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত সূর্যালোকে কোনো শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না।

সৌদি শ্রম মন্ত্রণালয় আরও জানিয়েছে, শ্রমিকদের মানবিক বিষয় বিবেচনায় এবং স্বাস্থ্যগত নিরাপত্তায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এ আদেশ মেনে চলতে সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেটও আহ্বান জানিয়েছে।

সাহস২৪.কম/ইতু